IPL 2021, KKR vs CSK: দুই ঠান্ডা মাথার ক্যাপ্টেনের মহাসংগ্রাম, MS Dhoni বনাম Eoin Morgan! কে হাসবেন শেষ হাসি?

Tue, 20 Apr 2021-5:52 pm,

আগামিকাল ওয়াংখেড়েতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)৷ নিঃসন্দেহে হাই-ভোল্টেজ ম্যাচ৷ একটা টিমে জিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া, অন্যদিকে অপর দল জয়ের হ্যাটট্রিকের পথে৷ দুই বিশ্বকাপ জয়ী ঠান্ডা মাথার ক্যাপ্টেনর মহাসংগ্রাম৷ একজন প্রাক্তন, অন্যজন বর্তমান৷ ম্যাচটা কেকেআর বনাম সিএসকে যতটা, ঠিক ততটাই  MS Dhoni বনাম Eoin Morgan! শেষ দু'ম্যাচে কলকাতার কঙ্কালসার চেহারাটা সামনে চলে এসেছে৷ মর্গ্যান বাহিনী একটি বিভাগেও দাগ কাটতে পারেনি৷ ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিনটিই তথৈবচ৷ অন্যদিকে চেন্নাই কিন্তু ফের একবার নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে বুঝিয়ে দিচ্ছে কেন ইয়েলো আর্মি তিনবারের চ্যাম্পিয়ন টিম৷ এখনও পর্যন্ত এই দুই দল আইপিএলে ২৩ বার মুখোমুখি হয়েছে৷ মাত্র ৮ বার জিতেছে কলকাতা৷ ১৪ বার জয়ী চেন্নাই৷ 

অবশ্যই বলতে হবে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) কথা৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুটা সময় দূরে থেকেও তাঁর ফর্ম এবং ফিটনেসে এক ফোঁটা জং ধরেনি৷ উল্টে আরও আগুনে স্যার জাদেজা৷ রাজস্থানের বিরুদ্ধে গত ম্যাচে একাই তুলে নিয়েছেন ২ উইকেট৷ এছাড়াও ৪টি ক্যাচ নিয়েছেন স্যার জাদেজা৷ নিঃসন্দেহে চেন্নাইয়ের এক্স-ফ্যাক্টর জাদেজা৷

 

এই মুহূর্তে চেন্নাইয়ের 'ম্যান অফ দ্য মোমেন্ট' মঈন আলি (Moeen Ali)৷ ব্যাটে-বলে ফুল ফোটাচ্ছেন ব্রিটিশ অলরাউন্ডার৷ এখনও পর্যন্ত ১৪৪ এর স্ট্রাইক রেটে করেছেন ১০৮ রান৷ গত ম্যাচে রাজস্থানের (RR) বিরুদ্ধে তিনিই ছিলেন চেন্নাইয়ের জয়ের অন্যতম কারিগর৷ ব্যট হাতে ২৬ রান করার পাশাপাশি তিনি ৩ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৭ রান দিয়ে৷

হরভজন সিংকে (Harbhajan Singh) হয়তো চেন্নাইয়ের বিরুদ্ধে খেলাতে পারে কলকাতা৷ এই মুহূর্তে তিনি কলকাতা শিবিরের 'প্রফেসর'৷ তরুণদের প্রশিক্ষিত করছেন দায়িত্ব নিয়ে৷ গত দুই মরসুমে চেন্নাইয়ের (CSK) জার্সিতে খেলেছেন হরভজন। এবার মিশন কেকেআর। তরুণদের মঞ্চে তারুণ্য়ের জয়গান যদি আইপিএলের মন্ত্র হয়ে থাকে, তাহলে হরভজন সিং ব্যতিক্রম। দেখতে গেলে ভাজ্জি আজ 'বৃদ্ধ' হয়েছেন। ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। একটি বা দু'টি নয়, কেরিয়ারে চারটি আইপিএল খেতাব রয়েছে তাঁর। এই মুহূর্তে আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হরভজন। ১৬০ ম্যাচে ১৫০ উইকেট আছে তাঁর৷

কেকেআর ওপেনার নীতিশ রানার (Nitish Rana) কথা বলতেই হবে৷ দিল্লির ২৭ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যান আছেন ভাল ফর্মে৷ কেকেআরের হয়ে শুরুটা তিনি মন্দ করছেন না৷ এই মুহূর্তে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে চারে আছেন রানা৷ ৩ ম্যাচে ১৫৫ করেছেন তিনি৷ স্ট্রাইক রেট ১৩৫.৯৬৷ সর্বোচ্চ ৮০৷ নিতীশের ব্যাট কলকাতার ভরসা৷

কেকেআর কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ইঙ্গিত দিয়েছেন যে, চেন্নাইয়ের বিরুদ্ধে ফিরতে পারেন সুনীল নারিন (Sunil Narine)৷ সেক্ষত্রে পদ্মাপারের অলরাউন্ডার শাকিব আল হাসানকে (Shakib al Hasan) বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে৷ নারিনের আইপিএল ও টি-২০ অভিজ্ঞতা প্রশ্নাতীত৷ ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার শুধুই ভাল বোলার নন, ব্যাট হাতেও প্রয়োজনে ঝড় তুলতে পারেন৷ তার সাক্ষী আছে আইপিএল৷ 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link