IPL 2022: চার-ছক্কার খেলায় মেডেন দেওয়া ১০ বোলার! ছবিতে চিনে নিন

Sabyasachi Bagchi Fri, 18 Mar 2022-9:09 pm,

আইপিএল-এর ইতিহাসে সব থেকে বেশি মেডেন ওভার বল করেছেন প্রবীণ কুমার। নিজের আইপিএল কেরিয়ারে মোট ১১৯টি ম্যাচ খেলে ১৪টি মেডেন ওভার করেছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন জোরে বোলার। ১১৯টি ম্যাচে নিয়েছেন ৯০টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৭.৭২। 

আইপিএল-এ মেডেন ওভার করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইরফান পাঠান। একাধিক দলের হয়ে আইপিএল-এ মোট ১০৩টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে মেডেন ওভার করেছেন ১০টি। ১০৩টি ম্যাচে এই বাঁহাতি পেসার ৮০টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৭.৭৮।    

আইপিএল কেরিয়ারে মোট ৯২টি ম্যাচ খেলেছেন ধবল কুলকার্নি। মোট ৮টি মেডেন ওভার করেছেন তিনি। ৯২টি আইপিএল ম্যাচে ধবল কুলকার্নির উইকেট ৮৬টি। ইকোনমি রেট ৮.৩০।  

 

আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা বোলার লাসিথ মালিঙ্গা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার পাশাপাশি সর্বোচ্চ মেডেন ওভারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ১২২টি ম্যাচে ৮টি মেডেন ওভার করেছেন মালিঙ্গা। তাঁর ইয়র্কার ও স্লোয়ারের জবাব দিতে ব্যর্থ হয়েছেন একাধিক ব্যাটার। ১২২টি আইপিএল ম্যাচে লাসিথ ১৭০টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন জোরে বোলার। ইকোনমি রেট ৭.১৪।

আইপিএল-এ অনেকটা সময় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন সন্দীপ শর্মা। এখনও পর্যন্ত মোট ৯৯টি ম্যাচে ৮টি মেডেন ওভার করেছেন। একইসঙ্গে ৯৯টি ম্যাচে এখনও পর্যন্ত ১১২টি উইকেট নিয়েছেন ডান হাতি মিডিয়াম পেসার। তাঁর ইকোনমি রেট ৭.৭৭। 

আইপিএল-এ ১৩২টি ম্যাচ খেলেছেন ডান হাতি মিডিয়াম পেসার। এবারও মেগা নিলামে ভুবিকে ৪ কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত ৮টি মেডেন ওভার করেছেন তিনি। দীর্ঘ আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৩২টি ম্যাচে ১৪২টি উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার এই জোরে বোলার। তাঁর ইকোনমি রেট ৭.৩০। 

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার ডেল স্টেইন আইপিএল কেরিয়ারে মেডেন ওভার করার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। আরসিবির হয়ে আইপিএল কেরিয়ার শেষ করেছেন তিনি। মোট ৭টি মেডেন ওভার করেছেন তিনি। আইপিএল কেরিয়ারে ৯৫টি ম্যাচে 'স্টেন গান' চালিয়ে ৯৭টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৬.৯১।  

অমিত মিশ্র আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার। নিজের লেগ স্পিনের ছোঁবলে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের বুঝে নিয়েছেন তিনি। আইপিএল কেরিয়ারে ১৫৪টি ম্যাচে ৬টি মেডেন ওভার করেছেন তিনি। ২০২২ আইপিএল নিলামে অবিক্রিত থেকেছেন অমিত। এখনও পর্যন্ত ১৫৪টি ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন তারকা লেগ স্পিনার। ইকোনমি রেট ৭.৩৫।

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল কেরিয়ারে ইতি টেনেছেন তারকা অফ স্পিনার। আইপিএল-এ ১৬৩টি ম্যাচ খেলেছেন ভাজ্জি। মোট ৬টি মেডেন ওভার করেছেন তিনি। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার ভাজ্জি। ১৬৩টি ম্যাচে ভাজ্জি ১৫০টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৭.০৭।

টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম অস্ত্র তিনি। আইপিএল ২০২২ সালে যে চারজন ক্রিকেটারকে রিটেন করেছে মুম্বই তাদের মধ্যে অন্যতম বুমরা। ১০৬টি ম্যাচে এখনও পর্যন্ত ৬টি মেডেন ওভার করেছেন। উইকেট নিয়েছেন ১৩০টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৭.৪২।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link