IPL 2022: ছবিতে দেখুন ক্রোড়পতি লিগে সেরা ১০ ব্যাটারের তালিকা

Sabyasachi Bagchi Tue, 22 Mar 2022-7:57 pm,

দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএল-এও কথা বলে তার ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের হয়ে এখনও ২০৭টি ম্যাচ খেলেছেন বিরাট। মোট রান ৬২৮৩। গড় ৩৭.৩৯ , স্ট্রাইক রেট ১২৯.৯৪। এসর্বাধিক স্কোর ১১৩। গতবার আইপিএল-এর পর আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এ বার চাপমুক্ত হয়ে শুধু ব্যাটার হিসেবে দলকে সাফল্য এনে দিতে চান। 

অতীতে দু-একটি মরসুম খারাপ গেলেও, আইপিএল-এর মঞ্চে গব্বরও রাজা। সেরা ১০ ব্যাটারদের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ১৯২টি ম্যাচে শিখরের সংগ্রহ ৫৭৮৪ রান। গড় ৩৪.৮৪, স্ট্রাইক রেট ১২৬.৬৪। এখনও পর্যন্ত আইপিএল-এ শিখরের সর্বাধিক রান ১০৬।  এ বার নিলামে ধওয়ানকে দলে নিয়েছে পঞ্জাব কিংস। গব্বরের অভিজ্ঞতা ও চওড়া ব্যাটের উপর ভর করেই এই মরসুমে ট্রফি জেতার স্বপ্ন দেখছেন পঞ্জাব কিংসের সমর্থকরা।  

দলকে পাঁচবার ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএল-এ নিজের শো হিট করেছেন 'হিট ম্যান'। আইপিএল-এ এখনও পর্যন্ত ২১৩ ম্যাচে রোহিত ৫৬১১ রান করেছেন। সর্বাধিক রান ১০৯। গড় ৩১.১৭। স্ট্রাইক রেট ১৩০.৩৯। গত বছর তাঁর মুম্বই ইন্ডিয়ান্স শেষ চারে নিয়ে যেতে পারেনি। তবে ২০২২ সালে ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে রোহিতের হিট বজায় থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

 

আইপিএল-এ সেরা ব্যাটারদের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গতবার পর্যন্ত তিনি চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন 'চিন্না থালা'। তবে এ বার আইপিএল-এর মেগা নিলামে সব দল তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আইপিএল-এ সুরেশ রায়নার সংগ্রহ ২০৯ ম্যাচে ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর ১০০। গড় ৩২.৫১। স্ট্রাইক রেট ১৩৬.৭৬। তবে মাঠে ব্যাট হাতে না নামলেও এ বারও তিনি ক্রোড়পতি লিগের সঙ্গে জড়িয়ে থাকবেন। একেবারে অন্য মেজাজে। মাইক হাতে, ধারাভাষ্যের ভূমিকায় তাঁকে দেখা যাবে।  

আইপিএল-এর ইতিহাসে সেরা ১০ ব্যাটারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন এই অজি ওপেনার। ব্যাট হাতেও দেখিয়েছেন তাঁর বিক্রম। তবে গতবার থেকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় যার কারণে দল ছাড়েন অজি তারকা ওপেনার। এ বার নিলামে ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৫০ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫৪৪৯ রান। সর্বাধিক স্কোর ১২৬। গড় ৪২.৫৯। স্ট্রাইক রেট ১৩৯.৯৬।   

আইপিএল-এ বিধ্বংসী ব্যাটারদের মধ্যে অন্যতম এ বি ডিভিলিয়ার্স। আরসিবি-কে একাধিক ম্যাচ জিতিয়েছেন। তবে আইপিএল ২০২১-এর পর অবসর ঘোষণা করেছেন 'মিস্টার 360 ডিগ্রি'। ১৮৪ ম্যাচে আইপিএলে এবিডি-র সংগ্রহ ৫১৬২ রান। সর্বাধিক রান ১৩৩। গড় ৩৯.৭০। স্ট্রাইক রেট ১৫১.৬৮। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএলে নিজের ক্যারিশমা দেখাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। তবে এ বার আর তাঁকে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যাবে না। 

ব্যাট হাতে তাণ্ডব কিংবা বাইশ গজে ঝড় তুলে বিপক্ষকে উড়িয়ে দেওয়া শব্দগুলি ক্রিস গেইলের ক্ষেত্রে একেবারে খেটে যায়। আইপিএল-এর ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যাঋবিয়ান তারকা। আইপিএলে ১৪১ ম্যাচে 'ইউনিভার্স বস'-এর সংগ্রহ ৪৯৬৫ রান। সর্বাধিক স্কোর ১৭৫। এটাও আইপিএলের ইতিহাসে সর্বাধিক ব্যক্তিগত রান। গেইলের গড় ৩৯.৭২। স্ট্রাইক রেট ১৪৮.৯৬। তবে এ বার আর আইপিএলে দেখা যাবে জামাইকান তারকাকে। কারণ তাঁকে কোনও দল নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। 

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএল-এর ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। চারবার চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। পেয়েছেন 'ফিনিশার' তকমা। তবে গত দুই মরসুম তাঁর ব্যাট একেবারে শান্ত। এখনও পর্যন্ত আইপিএল-এ ২২০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৭৪৬ রান করেছেন ধোনি। সর্বাধিক স্কোর ৮৪। গড় ৩৯.৫৫। স্ট্রাইক রেট ১৩৫.৮৩। ২০২১-এ আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করার পর এ বারও ট্রফি এনে দেওয়াই লক্ষ্য 'ক্যাপ্টেন কুল'-এর। 

শুধু আইপিএল নয়, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার গিয়েছে। যদিও দলের প্রয়োজনে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে তাঁর বড় ভূমিকা ছিল। ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। ২০২১ সালে তাকে দলে নিয়েছে সিএসকে। সেখানে কয়েকটি ম্যাচে ফের নিজেকে প্রমাণ করেছিলেন। এখনও পর্যন্ত আইপিএল-এ ১৯৩ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৭২২ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৭.৯৪। স্ট্রাইকরেট ১৩০.১৫। 

 

আইপিএল-এ সেরা দশ ব্যাটারের তালিকায় শেষ নাম গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা কেটেছিল গম্ভীরের নেতৃত্বেই। সঙ্গ দিয়েছিল গম্ভীরের চওড়া ব্যাট। ১৫৪ ম্যাচে গম্ভীরের সংগ্রহ ৪২১৭ রান। গড় ৩১.২৩। স্ট্রাইক রেট ১২৩.৮৮। সর্বাধিক রান ৯৩। কেকেআর ছেড়ে দেওয়ার পর দিল্লি দলে যোগ দেন প্রাক্তন বাঁহাতি ওপেনার। সেখান থেকেই অবসর নেন গোতি। এ বার লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link