IPL 2022, KKRvsMI: KKR-এর Mumbai বধের সাত কারণ, ছবিতে দেখে নিন

Sabyasachi Bagchi Thu, 07 Apr 2022-5:53 pm,

একেবারে 'এলেন, দেখলেন, জয় করলেন' মেজাজে ব্যাট করলেন প্যাট কামিন্স। আগুনে বোলিংয়ের জন্য বিখ্যাত হলেও, অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে ভাল মার আছে। সেটাই আইপিএল-এর মঞ্চে দেখালেন তিনি। সাত নম্বরে নেমে ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে চারটি চার, ছ’টি ছক্কা। তাঁর অবিশ্বাস্য ইনিংসের কাছে হেরে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন। 

এ বার মুম্বইয়ের বোলিং বেশ দুর্বল। গত তিন ম্যাচে সেটা বারবার প্রকট হয়েছে। জসপ্রীত বুমরা ছাড়া বাকিরা বিপক্ষের উপর চাপ বজায় রাখতে ব্যর্থ। সেটা প্যাট কামিন্স ও ভেঙ্কটেশ আইয়ার জানতেন। তাই মুম্বইয়ের দুই বাঁহাতি জোরে বোলার টাইমাল মিলস ও ড্যানিয়েল সামসকে টার্গেট করলেন। দুই বিদেশির  ছ’ওভারে ৮৮ রান নিয়েছে কেকেআর। এরমধ্যে ১৬তম ওভারে ড্যানিয়েল সামসের বিরুদ্ধেই ৩৫ রান নিয়েছেন প্যাট কামিন্স। ম্যাচ নাইটদের পকেটে চলে এল। 

প্রথম তিন ম্যাচে রান পাননি। ফলে ভেঙ্কটেশ আইয়ারের উপর চাপ বাড়ছিল। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ধরা দিলেন অন্য রূপে। আগ্রাসী ব্যাটিং ছেড়ে ক্রিজের একটা প্রান্ত ধরে রাখলেন। ৪১ বলে তাঁর ব্যাট থেকে এল অপরাজিত ৫০ রান। ফলে নাইটদের মিডল অর্ডার ব্যর্থ হলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি। 

কোনও উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন ২২ বছরের এই ডানহাতি পেসার। জম্মু ও কাশ্মীরের এই তরুণ ডান হাতি জোরে বোলার উইকেটের দুই দিকেই সুইং করিয়ে নজর কেড়েছেন। 

চলতি আইপিএল-এ স্বপ্নের ফর্মে আছেন 'বিদর্ভ এক্সপ্রেস'। গত তিন ম্যাচের মতো এ বার মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই জ্বলে উঠেছিলেন উমেশ। রোহিত শর্মার উইকেট নিয়ে কেকেআর-কে সাফল্য এনে দিলেন। একইসঙ্গে চার ম্যাচে সর্বাধিক নয় উইকেট নিয়ে বেগুনী টুপির মালিক তিনি। 

একেবারেই ছন্দে নেই রোহিত। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪১ রানে আউট হন। রাজস্থানের বিরুদ্ধে ৫ বলে ১০ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে রিয়ান পরাগকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর নাইটদের বিরুদ্ধে মাত্র তিন রানে ফিরে যান মুম্বই অধিনায়ক। ফলে এ বার পাঁচবারের চ্যাম্পিয়নদের হারের হ্যাটট্রিক করার এটা অন্যতম বড় কারণ।  

আইপিএল-এর ১৫ বছরের ইতিহাসে এটা মুম্বইয়ের সবচেয়ে দুর্বল বোলিং লাইন আপ। জসপ্রীত বুমরা ছাড়া অন্য কেউ প্রভাব ফেলতে পারছেন না। সেই সুযোগ কাজে লাগাচ্ছে বিপক্ষ দলগুলো। প্যাট কামিন্সের ব্যাটিং দেখলে সেটা বেশ বোঝা যায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link