IPL 2022, KKRvsRCB: কোন নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন Virat Kohli, Ajinkya Rahane? ছবিতে দেখুন
দরকার আর ২৬ রান। বুধবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এই রান করতে পারলেই আইপিএল-এর চতুর্থ ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক।
এখনও পর্যন্ত আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক চার মারার নজির শিখর ধাওয়ানের দখলে রয়েছে। সর্বোচ্চ ৬৫৯টি চার মেরেছেন 'গব্বর'। এই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন বিরাট। এখনও পর্যন্ত ৫৪৭টি চার মেরেছেন 'কিং কোহলি'। ফলে আর মাত্র তিনটি চার মারলেই ক্রোড়পতি লিগের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫৫০টি বাউন্ডারি মারার নজির গড়বেন বিরাট।
আরসিবির বিরুদ্ধে ১৫ রান করলে আইপিএলে ৪০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন অজিঙ্কা রাহানে। এখনও পর্যন্ত ৪৯৮৫ রান করেছেন এই নাইট ওপেনার।
আরসিবি-র বিরুদ্ধে জয় ছাড়া শ্রেয়স আইয়ার আরও একটি লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। এখনও পর্যন্ত ৯৭টি চার মেরেছেন তিনি। ফলে আর মাত্র তিনটি চার মারলেই ২০০টি বাউন্ডারির মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন শ্রেয়স।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঝড়ের গতিতে ব্যাট করেছেন। ১৪ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। এখনও পর্যন্ত ১৯৬টি ছয় মেরেছেন ডিকে। পুরনো দল কেকেআর-এর বিরুদ্ধে চারটি ছয় মারতে পারলেই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি কেরিয়ারে ২০০টি ছয় মারার নজির গড়বেন তিনি।