IPL 2023: ক্রোড়পতি লিগে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন কারা? ছবিতে দেখে নিন

Sabyasachi Bagchi Thu, 01 Jun 2023-6:06 pm,

তাঁর দল প্রতিবার তুখোড় তারকাদের ছেঁকে নেয় দলে। কোটি কোটি টাকা খরচ করে। রয়েছে অন্যতম সেরা ফ্যানবেস। তবুও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফের খালি হাতে ফিরল। এবারে ছক্কার হিসেবেও সবার ওপরে আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি । ৩৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার ৩৬টি ছয় মেরে এবারে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তৈরি করেছেন।

চেন্নাই সুপার কিংসের অদ্বিতীয় অলরাউন্ডার। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন, আবার সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন। ফাইনালেও গুজরাতের বিরুদ্ধে প্রায় রুখে দাঁড়িয়েছিলেন এই মারকুটে অলরাউন্ডার। ছয়ের তালিকাতে ফ্যাফের পরে রয়েছেন তিনিই, মেরেছেন ৩৫ টা ছক্কা। স্ট্রাইক রেট ১৫৮-র বেশি। 

ভারতীয় ক্রিকেটের আগামী মহাতারকা। অনেকেই বলছেন, বিরাট কোহলির উত্তরসূরি। বিরাটের মতই অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জিতে ফিরেছেন। এই মুহূর্তে টেকনিক্যালি অত্যন্ত দক্ষ ও পরিণত ব্যাটার। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে প্রায় ঝড় তুলে দিয়েছেন। করেছেন সর্বোচ্চ রান, সবচেয়ে অল্পবয়সী ক্রিকেটার হিসেবে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। মেরেছেন ৩৩ টি ছয়।

এবার ১৪ টি ম্যাচ খেলে মেরেছেন ৩১ টি ছক্কা, স্ট্রাইক রেট ১৮৩! সম্প্রতি তাঁর দীর্ঘদিনের বান্ধবী, ভারতীয় বংশোদ্ভূত বিনি রমণকে বিয়ে করেছেন ম্যাক্সি। প্রজাপতির আশীর্বাদে ব্যাট আরও মজবুত হল কিনা, সেইটাই প্রশ্ন এখন!

এবারের সিএসকে দলের অন্যতম তরুণ স্তম্ভ ঋতুরাজ গায়কোয়াড়! আইপিএল শেষ হতেই এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ঋতুরাজ। ডেভন কনওয়ে আর ঋতুরাজের ঝোড়ো ওপেনিং ব্যাটেই ঠিক হয়ে যেত বিপক্ষের ভাগ্য। ৩০ টি ছয় মেরে এবার তালিকায় পঞ্চম স্থানে আছেন তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link