`কোটিপতি` হলেন অনুর্ধ্ব ১৯ দলের ৩ ক্রিকেটার, সৌজন্যে আইপিএল
বয়স এখনও ১৯ পেরোয়নি, তার আগেই কোটিপতি ৩ ক্রিকেটার। আইপিএলের নিলামে অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের কোটি টাকায় কিনল ফ্র্যাঞ্চাইজিরা।
ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন কমলেশ নাগরকোটি। নিউজিল্যান্ডে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর গতি চোখ টেনে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
কমলেশের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ৩.২ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স।
ভবিষ্যতে তারকা হয়ে ওঠার যাবতীয় মশলা মজুত রয়েছে কমলেশের মধ্যে।
সচিন হয়ে ওঠার যাবতীয় সম্ভাবনা রয়েছে অনুর্ধ্ব ১৯ দলের পৃথ্বী সাউয়ের।
অনুর্ধ্ব বিশ্বকাপে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। বিরাট কোহলির উত্তরসূরী হিসেবে তাঁকেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
পৃথ্বীর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১.২ কোটি টাকায় দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
মারকুটে ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই পরিচিত শুভমান গিল। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে কামাল করছেন।
অনেক ধরনের শট রয়েছে তাঁর হাতে। বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হচ্ছে তাঁকে। সদ্য কোহলির মতো শর্ট আর্ম জ্যাবে ছক্কা হাঁকিয়েছেন শুভমান গিল।
গিলকে ১.৮ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স।
এবার ইডেনে ছক্কার ফুলঝরি দেখতে পাবেন বাংলার ক্রিকেটভক্তরা। আর ইডেনের পিচে গতির ঝড় তুলবেন কমলেশ। এবার 'ডবল ধামাল' দেখতে পারবেন কেকেআর ভক্তরা।