রাজরোষের শিকার! সাংবাদিককে ফাঁসিতে ঝুলিয়ে দিল ইরানের সরকার
রাজরোষের শিকার ইরানের জনপ্রিয় সাংবাদিক রুহোল্লা জম। ইরানের সরকার শনিবার সকালে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তখনই খবর প্রকাশ হয়নি। তবে রবিবার সকালে জানাজানি হয়ে যায়।
জুন মাসে একটি আদালত তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছিল। ২০১৭ সালে একটি আন্দোলনে ইন্ধন জোগানোর অভিযোগ ছিল জমের বিরুদ্ধে।
সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জম তাঁর ওয়েবসাইট ও চ্যানেলে ওই আন্দোলনের খবর প্রকাশ করেছিলেন। এমনকী বেশ কিছু সরকারি আমলার বিরুদ্ধেও অকাট্য প্রমাণ সমেত খবর প্রকাশ করেছিলেন।
ইরানের শিয়া ধর্মতন্ত্র জমের জন্য চ্যালেঞ্জ-এর মুখে পড়ে। সরকার তাই ব্যবস্থা নিতে দেরি করেনি। তার বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ দায়ের হয়। এমনকী বলা হয়, জম ষড়যন্ত্র করে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে।
২০০৯ সালে গ্রিন মুভমেন্ট আন্দোলন ইরানের সরকারকে চিন্তায় ফেলেছিল। তার পর ২০১৭ সালের সেই আন্দোলনও সরকারকে প্রবল অস্বস্তিতে ফেলেছিল। আর সেই আন্দোলনের খবর সম্প্রচার করে সাংবাদিকে চরম শাস্তি পেতে হল।