ধর্মদ্রোহের অভিযোগ, ইরানি `জোম্বি অ্যাঞ্জোলিনা জোলি`র ১০ বছরের কারাদণ্ড

Sat, 12 Dec 2020-6:34 pm,

নিজস্ব প্রতিবেদন: ১০ বছরের কারাদণ্ড সাজা দেওয়া হল  ইরানি 'জোম্বি অ্যাঞ্জেলিনা জোলি' ফতেমেহ খিসবন্দকে। ধর্মদ্রোহ ও যুবকদের বিভ্রান্ত করার অভিযোগে গতবছর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। 

 

ইরানের তেহরানের বাসিন্দা ফতেমেহ খিসবন্দ সহর তবর নামে পরিচিত। অ্যাঞ্জেলিনা জোলির জোম্বি রূপ ইনস্টাগ্রামে দিয়ে জনপ্রিয়তা লাভ করেন ফতেমেহ। 

ইরানি সাংবাদিক মাসিহ অলিনেজাদ জানান,তিনি তবরের আইনজীবীর সঙ্গে কথা বলে জেনেছেন,'১০ বছরের কারাদণ্ড হয়েছে তবরের। 

তাঁর মুক্তির জন্য হলিউড অভিনেত্রীর কাছে আর্জি করেন মাসিহ। টুইটারে তিনি লিখেছেন,'১০ বছরের জেল হয়েছে ইনস্টাগ্রামে মেকআপ ও ফটোশপ করা জোম্বি অ্যাঞ্জেলিনা জোলি। মাত্র ১৯ বছরের সহর তবর। মস্করা করতে গিয়ে জেলে যেতে হল। ওঁর মা প্রতিদিন মেয়ের মুক্তির জন্য কেঁদে চলেছেন। ওকে ছাড়াতে সাহায্য করুন  অ্যাঞ্জেলিনা জোলি।' 

তাসনিম নিউজ এজেন্সির খবর, তবরের বিরুদ্ধে ধর্মদ্রোহ, হিংসায় উস্কানি, যুবকদের দুর্নীতিতে উৎসাহ ও অকাজ করে আয়ের ধারা দেওয়া হয়েছে। 

২০১৭ সালে জনপ্রিয়তা পেয়েছিলেন তবর। অ্যাঞ্জোলিনা জোলির মতো হতে শরীরে ৫০টি সার্জারি করিয়েছিলেন। তবে তা করতে গিয়ে মুখের আকৃতি বিগড়ে গিয়েছিল বলে ধরে নিয়েছিলেন তবরের ভক্তরা। 

 

২০১৭ সালে জনপ্রিয়তা পেয়েছিলেন তবর। অ্যাঞ্জোলিনা জোলির মতো হতে শরীরে ৫০টি সার্জারি করিয়েছিলেন। তবে তা করতে গিয়ে মুখের আকৃতি বিগড়ে গিয়েছিল বলে ধরে নিয়েছিলেন তবরের ভক্তরা। 

 

২০১৯ সালে সহর তবর নিজের আসল মুখের ছবি দেন। দাবি করেন, জোলির জোম্বি লুকের ছবি দেন নেহাত রসিকতা জন্য। মেকআপ ও ফটোশপ করে জোম্বি সাজেন। তিনি বলেন,'আমি স্বপ্নেও ভাবতে পারি না অ্যঞ্জোলিনা জোলির মতো দেখতে হব।' তবে ঠোঁট ও নাকে সার্জারির কথা স্বীকার করেছেন তবর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link