টিকিট কাটার সময় মাথার রাখতে হবে যাত্রীদের, বুকিং নিয়মে পরিবর্তন আনল রেল
রেলে টিকিট বুকিং সিস্টেমে কিছুটা বদল আনল রেল। এখন থেকে রেলের টিকিট বুক করতে গেলে দিতে হবে যাত্রীর মোবাইল নম্বর।
রেল টিকিটে দালালদের জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা। এমনটাই জানিয়েছে রেল।
টিকিট বুক করার সময় মোবাইল নম্বর দেওয়ার ফলে যাত্রীরা ট্রেন বাতিল হলে এসএমএসও পেয়ে যাবেন।
অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএনআর স্টেটাস জানা যাবে।
এছাড়াও নভেম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রেল। সেটি হল ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় সংরক্ষণ তালিকা প্রকাশ করা হবে।