তৈরি করেছিলেন স্বপ্ন দিয়ে, দেখুন ইরফান খানের সেই বাড়ির অন্দরমহল
ইরফান খান মাড আইল্যান্ডের বাড়ি তৈরি করেছিলেন অনেক স্বপ্ন দিয়ে
বাবার তৈরি সেই স্বপ্নের বাড়ির ছবি শেয়ার করলেন ইরফান খানের ছেলে বাবিল
যার আনাচে কানাচে রয়েছে ইরফানের স্বপ্নের ছোঁয়া
কোথায় বই, আবার কোথায় পান সিং তোমার-এর রূপে ইরফান, প্রয়াত অভিনেতার মাড আইল্যান্ডের বাড়ির অন্দরমহল দেখলে আবেগতাড়িত হয়ে পড়বেন আপনিও
বাবার হাতে তৈরি করা সেই বাড়ির ছবিই এবার প্রকাশ করলেন বাবিল খান