ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় তখন পড়ছেন অভিনেতা, বাবার স্মৃতিতে বিভোর ইরফান পুত্র
গত বুধবারই সকলকে ছেড়ে নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন ইরফান খান। ওইদিনই বাবার শেষকৃত্য করেছেন ইরফানের দুই ছেলে বাবিল ও আয়ান। বাবার স্মৃতিতে বিভোর বাবিল তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইরফান খানের ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় পড়ার সময়কার কিছু ছবি। (ছবি সৌজন্য- বাবিল খানের ইনস্টাগ্রাম)
ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় পড়ার সময় ইরফান খানের অভিনয়ের সাদা-কালো কিছু ছবি শেয়ার করেছেন বাবিল খান। (ছবি সৌজন্য- বাবিল খানের ইনস্টাগ্রাম)
ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার সময় মঞ্চে ইরফান খান। সেসময় ইরফান খানের সঙ্গে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় একইসঙ্গে পড়তে তাঁর স্ত্রী তৎকালীন বান্ধবী সুতপা শিকদার। (ছবি সৌজন্য- বাবিল খানের ইনস্টাগ্রাম)
ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়র সময়কার এই ছবি একবার নিজেই শেয়ার করেছিলেন ইরফান। লিখেছেন, 'ও ভি কেয়া দিন থা'। (ছবি-টুইটার)
ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার সময় ইরফান ও সুতপা শিকদার। (ছবি-টুইটার)
ইরফান খান এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, তিনি প্রথমে অভিনয় করবেন একথা বলে ন্যাশনাল স্কুল অফ ড্রামা পড়তে আসছেন, একথা তিনি তাঁর মা-কে বলেননি। কারণ সেসময় অভিনয়কে তাঁর পরিবার ভালো চোখে দেখত না।
ইরফান সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তাঁর মা কে বলেছিলেন, তিনি অভিনয় নিয়ে পড়াশোনার পর জয়পুর বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। তবে শেষপর্যন্ত অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন ইরফান।