PPF Interest Hike: পুজোর আগে সুখবর! প্রায় সাড়ে ৩ বছর পর বাড়ছে PPF এর সুদের হার?

Sun, 24 Sep 2023-7:25 am,

২০২০ সালের এপ্রিল থেকে আর সুদের হারে পরিবর্তন হয়নি পিপিএফ-এ। এবার কি তা বাড়তে পারে? বর্তমান অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টার শুরুর আগে সেই জল্পনাই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।

বর্তমানে পিপিএফে সুদ মেলে ৭.১ শতাংশ। প্রতি কোর্য়ার্টারে ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার জানিয়ে দেয় সরকার। ফলে পুজোর আগেই কি পিপিএফ নিয়ে ভালো খবর পাবেন সঞ্চয়কারীরা? এটাই এখন বড় প্রশ্ন।

এতদিন পর এবার কি পিপিএফে সুদের হার বাড়াবে কেন্দ্র? কী বলছেন বিশেষজ্ঞরা? এসএজি ইনফোটেকের প্রধান অমিত গুপ্তার মতে আগামী ৩ মাস অর্থাত্ চতুর্থ ত্রৈমাসিকেও কেন্দ্র পিপিএফের সুদের হার ৭.১ শতাংশই রেখে দিতে পারে। অর্থাত্ এবছর আর পিপিএফের সুদের হারে বদল হওয়ার আশা নেই।

 

প্রতিটি ত্রৈমাসিকে যে সুদের হার থাকে তা হিসেব করে বছরের শেষে তা বিনিয়াগকারীকে দিয়ে দেওয়া হয়। আর সুদের হার হিসেব করা হয় প্রতিমাসের পঞ্চম দিন থেকে শেষ দিনের মধ্যে সর্বনিম্ন যে টাকা থাকে তার উপরে।

বিশেষজ্ঞদের পরামর্শ, মাসের পাঁচ তারিখের আগেই এমন একটা টাকা পিপিএফে জমা দিতে হবে যাতে তার সুদ গোটা মাসের জন্য আপনি পেতে পারেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link