EXPLAINED | ICC WTC Final: ভারতের চূড়ান্ত ভরাডুবি, আদৌ কি আর আশা আছে টেস্ট বিশ্বযুদ্ধের ফাইনাল খেলার?

Mon, 30 Dec 2024-2:01 pm,

৪৩ রানে সাত উইকেট। মেলবোর্ন টেস্টের শেষ দিন চা বিরতির পর এভাবেই ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। ১১২/৩ থেকে ১৫৫ রানে অল আউট হয়ে গেল দল। যার মধ্যে ৮৪ রান যশস্বী জয়সওয়ালের। ১৮৪ রানে জিতে বর্ডার-গাভাসকর সিরিজে ২-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি থেকে সিরিজের শেষ টেস্ট সিডনিতে।

তবে বিতর্ক দানা বেঁধেছে যশস্বী ও আকাশ দীপের আউট নিয়ে। দু'টি ক্ষেত্রেই রিভিউ নিয়ে সফল হয়েছে অজিরা। কিন্তু 'স্নিকোমিটার'-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সফল অধিনায়ক প্যাট কামিন্স (৩/২৮), স্কট বোল্যান্ড (৩/৩৯) ও ন্যাথান লিয়ঁ (২/৩৭)। 

এমসিজি-তে হারের জেরে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা কার্যত শেষ। রোহিতরা শেষ টেস্ট জিতলে এবং শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারালে অঙ্কে কিছুটা বদল হতে পারে। এদিনের জয়ের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াল ৬১.৪৬। ভারত তিন নম্বরে থাকলেও পয়েন্ট পার্সেন্টেজ কমে দাঁড়াল ৫২.৭৮।

মেলবোর্ন টেস্টে জয় তুলে নিতে পারলে সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা থাকত ভারতের। কেননা মেলবোর্নের পরে সিডনি টেস্টে অজিদের হারালেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ডব্লিউটিসি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারত ভারত।

সব মিলিয়ে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে সিডনি টেস্ট জিততে হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কা সিরিজের ২টি টেস্টের মধ্যে অন্তত ১টি টেস্ট হারতে হবে এবং ১টি টেস্ট ড্র করতে হবে।

আপাতত ১১ ম্যাচে ৬৬.৬৭ শতাংশ হারে ৮৮ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link