বিশ্বের সেরা মহিলা ধারাভাষ্যকার হলেন ইশা গুহ, দেখে নিন বিশেষ কিছু মুহুর্তের ছবি

Sat, 20 Mar 2021-1:18 pm,

প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ও ফক্স ক্রিকেটের অন্যতম সঞ্চালিকা ইশা গুহ বিশ্বের সেরা মহিলা ধারাভাষ্যকারের শিরোপা পেলেন। লাস্ট ওয়ার্ড অন স্পোর্টের বিচারে এই সম্মান পেলেন তিনি।  

১৯৭০ সালে ইশার বাবা-মা কলকাতা থেকে ইংল্যান্ডে চলে যান এবং ওখানেই পাকাপাকিভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৫ সালে জন্মান ইশা। আদতে বাঙালী ইশা  অনেকবারই কলকাতার প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছেন।

দুনিয়ার তাবড় পুরুষ ক্রিকেটারদের সঙ্গে এক মঞ্চে বহুবার তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। তাঁর ম্যাচ বিশ্লেষণের প্রশংসা করতে দেখা গেছে শেন ওয়ার্ন থেকে সৌরভ গাঙ্গুলিকে। 

ফক্স ক্রিকেটের মেল জোন্সও ছিলেন তালিকায়। তিনিও রীতিমতো পরিচিত ও লোকপ্রিয় ধারাভাষ্যকার। তবে তাকেও টপকে সেরার শিরোপা ইশারই। 

মহিলা ক্রিকেটের অন্যতম সেরা নাম ইশা গুহ। বহু মহিলা ক্রিকেটারই তাকে আদর্শ মেনে এগিয়েছেন।

তিনি ধারাভাষ্য দিয়েছেন আইপিএলেও। 

শুধু মহিলা ক্রিকেট নয়, দেশ-বিদেশে পুরুষদের ক্রিকেটেও সমানভাবে ধারাভাষ্য দিতে দেখা গেছে তাকে।

ইশা ইংল্যান্ডের হয়ে ৮টি টেস্ট, ৮৩টি একদিনের ম্যাচ ও ২২টি টি-২০ ম্যাচ খেলেন। 

দেশের হয়ে টেস্টে ২৯টি, একদিনের ক্রিকেটে ১০১টি  ও টি-২০ ক্রিকেটে ১৮টি  উইকেট নেন এই ক্রিকেটার। 

ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হয়ে ২০০৫ ও ২০০৯ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলেন তিনি। ২০০৯ সালের বিশ্বকাপ জেতে ইংল্যান্ডই।

২০০৫ সালে কনুইতে চোট পাওয়ার পর ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর যখন ইংল্যান্ডে রিকভারি সেশনে ব্যস্ত ছিলেন সেই সময় কিছু নেট বোলারকে বেছে নেওয়া হয় তাকে বল করার জন্য। নেট বোলারদের মধ্যে ছিলেন ইশাও।

২০১৮ সালে রক ব্যান্ড ব্রাদার এন্ড বোনসের গীতিকার রিচার্ড থমাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইশা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link