৭৩ বছর বয়সে খেলছেন পেশাদার ফুটবলে, বিশ্ব রেকর্ড গড়লেন ইজরায়েলি `বুড়ো`
২০১৫ সালে প্যান দে অ্যাজুক্যার হয়ে ৫৩ বছর বয়সে মাঠে নেমেছিলেন রবার্ট কারমোনা। এতদিন পর্যন্ত তিনিই ছিলেন পেশাদার ফুটবলে খেলা সব থেকে বয়স্ক ক্রিকেটার। কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে দিলেন আইজ্যাক হক।
ভাবতে পারছেন, ৭৩ বছর বয়সে একজন পেশাদার ফুটবলে দাপিয়ে খেলছেন! যে বয়সে অনেক মানুষ ভাল করে হাঁটাচলা করতে পারেন না, তিনি ফুটবল খেলতে নেমেছেন। তাও পেশাদার সার্কিটে।
ইজরায়েলি ফুটবলের চতুর্থ ডিভিশনের ক্লাব ইরোনি অর ইয়েহুদা ক্লাবের হয়ে নেমেছিলেন। গোলকিপার হিসাবে। ম্যাচ দেখতে আসা অনেকেই বলছিলেন, কয়েকটি দুর্দান্ত সেভ দিয়েছেন ৭৩ বছর বয়সী আইজ্যাক।
এই বয়সে পেশাদার ফুটবল খেলে ইতিমধ্যে গিনেস বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছেন আইজ্যাক। ম্যাচটা যদিও তাঁর দল ৫-১ গোলে হেরেছে। কিন্তু তিনি হৃদয় জিতে নিয়েছেন।
আইজ্যাকের ছেলের বয়স ৩৬। বাবার এমন কাণ্ড দেখে তিনিও অবাক। আইজ্যাক অবশ্য একটি ম্যাচ খেলে ক্লান্ত নন। তিনি আরও একটি ম্যাচে খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন।