ইশা-আনন্দের সঙ্গীত:হাজির প্রিয়াঙ্কা, শাহরুখ, ক্যাটরিনার মতো বলি সেলেবরা
ইশ আম্বানি-আনন্দ পিরামলের সঙ্গীত, উপলক্ষ্যে চাঁদের হাট রাজস্থানের উদয়পুরের প্রাসাদ।
সৌন্দর্য, আভিজাত্য, রাজকীয়তা ও ঐশ্বর্যের মিশেলে একাকার ইশা-আনন্দের সঙ্গীত সেরিমনি।
ইশা-আনন্দের সঙ্গীতে হাজির করিশ্মা, জাহ্নবী, খুশি, রেহা কাপুররা।
অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা বালান, সাক্ষী ধোনি।
ইশা-আনন্দের সঙ্গীতে হাজির করণ জোহর, ক্যাটরিনা কাইফ, রবিনা ট্যান্ডনরা।
নিক জোনাসের সঙ্গে সঙ্গীত সেরিমনিতে উপস্থিত প্রিয়াঙ্কা।
হাজির ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও, ইশার সঙ্গে গল্প করতে দেখা গেল প্রিয়াঙ্কা ও মধু চোপড়া ও নিক জোনাসকে।
পার্টিতে কিরণকে নিয়ে হাজির আমির খান, গৌরীকে নিয়ে পৌঁছন শাহরুখ।