ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচানোর টেস্টে বড় ধাক্কা ভারতীয় শিবিরে! ছিটকে গেলেন তারকা পেসার
ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচানোর টেস্টে বড় ধাক্কা খেল ভারতীয় দল।
ফের পুরনো জায়গায় চোট। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা।
রঞ্জি ট্রফিতে চোট পাওয়ার পর ফিটনেস টেস্টে পাস করেই নিউ জিল্যান্ডে টেস্ট খেলতে এসেছিলেন ইশান্ত। জেট ল্যাগ কাটতে না কাটতেই ওয়েলিংটনে প্রথম টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ৫ উইকেটও নিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার অনুশীলনে বোলিং করলেও ফিরে গিয়ে টিম ম্য়ানেজমেন্টকে তিনি জানান বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ডান পায়ের গোড়ালিতে যেখানে চোট লেগেছিলে সেখানে ব্যাথা অনুভব করছেন।
শুক্রবার আর অনুশীলনই করতে পারেননি। সূত্রের খবর, ব্যাথা রয়েছে এবং দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা। তাঁর পরিবর্তে দলে ঢোকার লড়াই এখন উমেশ যাদব এবং নভদীপ সাইনির মধ্যে।