গুরুদ্বারের দায়িত্ব দেওয়া হল ISI-এর হাতে! পাকিস্তানের নতুন চক্রান্ত
কর্তারপুর করিডোর নিয়ে পাকিস্তান সরকারের ফের নতুন চাল! শিখদের পবিত্র ধর্মস্থল কর্তারপুর সাহিব পাকিস্তান আবার নিজেদের দখলে নিয়েছে।
SGPC-র বদলে এবার ETPB নামের একটি মুসলিম কমিটি কর্তারপুর সাহিব গুরদ্বারের দায়িত্ব সামলাবে।
গত বছর নভেম্বরে কর্তারপুর করিডোর-এর উদ্বোধন করে নিজেকে বিশ্বের সব থেকে ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী বলে দাবি করেছিলেন ইমরান খান। কিন্তু এক বছরের মধ্যেই তাঁর ধর্মনিরপেক্ষতা উধাও।
ETPB নামের যে কমিটি কর্তারপুর সাহিবের দায়িত্ব সামলাবে সেখানে একজনও শিখ ধর্মাবলম্বী নেই। কমিটিতে রয়েছেন নজন। এমনকী প্রোজেক্ট বিজনস প্ল্যান করছে পাক সরকার। অর্থাত্, ইমরান খান এবার কর্তারপুর থেকে উপার্জনের কথাও ভাবছেন।
ETPB পুরোপুরি আইএসআই-এর নিয়ন্ত্রণে। তাই কর্তারপুরের দায়িত্ব সরাসরি চলে গেলে আইএসআই-এর হাতে। ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই কর্তারপুর করিডোর উদ্বোধন করেছিলেন ইমরান খান। তখনই অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। শেষমেশ পাক প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, সবটাই ছিল আসলে দেখনদারি।