ISKCON Snana Yatra: বর্ণে-ছন্দে-গীতে কলকাতার ইসকন মন্দিরে বর্ণিল স্নানযাত্রা

Soumitra Sen Tue, 14 Jun 2022-3:55 pm,

বাঙালির কাছে স্নানযাত্রা মানেই পুরী। পুরীতে স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদীতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। 

 

কিন্তু, ইসকনের স্নানযাত্রাও খুব চর্চিত এক ব্যাপার।

এখানেও স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত সমস্ত অনুষ্ঠানই যথাবিহিত পালিত হয়। 

নিষ্ঠাভরে পুজো, আচার, ভোগ ইত্যাদি সমস্ত বিধি পালিত হয়। 

 

এদিন গুরুসদয় রোডের ইসকন মন্দিরে বিকেল সাড়ে চারটের সময়ে স্নান যাত্রার অনুষ্ঠান হবে। 

হিন্দু পঞ্জিকা অনুসারে স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত এক উৎসব। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়।

বলা হয় নাকি স্নানযাত্রার পর জগন্নাথদেবের জ্বর আসে। তাই রথযাত্রার পর্যন্ত তিনি বিশ্রাম নেন, আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সামনে আসেন। স্নানযাত্রার পনেরো দিন পরে নেত্রউৎসবে জগন্নাথের নয়ন খোলে বলে মনে করা হয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link