ISL 2019-20: চেন্নাইন এফসি-কে হারিয়ে সুপার লিগের শীর্ষে এটিকে
বৃহস্পতিবার আইএসএল-এ অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন এফসি-র মুখোমুখি হয়েছিল এটিকে।
সুপার লিগে জয়ের ধারা অব্যাহত এটিকে-র। চেন্নাইনকে ১-০ গোলে হারাল হাবাসের দল।
খেলার প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলে দু দলের। সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি চেন্নাই কিংবা কলকাতার দল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলেই গোল পেয়ে যায় এটিকে। ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ডেভিড উইলিয়ামস। আইএসএলের ইতিহাসে হাজারতম গোলটি করলেন তিনি।
তিন ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার লিগের শীর্ষে এটিকে।