ISL ২০১৯-২০ : আলিয়াকে সঙ্গে নিয়েই ফুটবল ম্যাচ দেখলেন রণবীর

Sat, 22 Feb 2020-7:58 pm,

ফুটবল যে রণবীর কাপুরের কতটা পছন্দের, তা হয়ত এতদিনে অনেকেই জানেন। সিনেমার শ্যুটিং সহ বিভিন্ন ব্যস্ততার ফাঁকে যখনই সময় পান ফুটবল খেলতে চলে যান রণবীর কাপুর। রণবীরের ফুটবল খেলার ভিডিয়ো হয়ত এতদিনে অনেকেই দেখেছেন। 

শনিবার ISL ২০১৯-২০র মুম্বই সিটির সঙ্গে চেন্নাইয়ান এফ সি-ম্যাচ দেখতে আলিয়াকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন রণবীর। 

রণবীরের যে মুম্বই সিটির সমর্থক তা তাঁর পরনের জার্সি দেখেই বেশ বোঝা যায়। তবে শুধু রণবীর নন, এদিন আলিয়ার পরনেও ছিল মুম্বই সিটির জার্সি। 

খেলা দেখতে বসে কখনও আবার আবেগতাড়িত হয়ে পড়তেও দেখা গেল রণবীরকে। 

ইতিমধ্যেই রণবীর-আলিয়ার ISL-এর খেলা দেখতে যাওয়ার ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। 

প্রসঙ্গত ফুটবলপ্রেমী রণবীরের নিজস্ব একটি ফুটবল টিমও রয়েছে। 

এক সাক্ষাৎকারে রণবীর বলেওছিলেন, তিনি কোনওভাবে অভিনেতা না হলে ফুটবলকে পেশা হিসাবে বেছে নিতেন। 

যদিও ISL-এর ম্যাচে চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে যায় মুম্বই সিটি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link