ISL 2023-24 Full Award List: দুই `দিমি`কেই সোনার সম্মান, কত টাকা পেল মুম্বই-মোহনবাগান?
খেতাব জেতায় মুম্বই পেল ৬ কোটি টাকা
রানার্স হয়ে মেরিনার্স পেল ৩ কোটি টাকা
১৭ ম্য়াচে ১৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন দিমিত্রিওস ডায়মানটাকোস। কেরালা ব্লাস্টার্সের গ্রিক স্ট্রাইকার পেলেন সোনার বুট। ২২ ম্য়াচে দিমি করেছেন ১০ গোল। সতীর্থের হয়ে এই সম্মান নিয়েছেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে কেরলের ডিফেন্ডার প্রীতম কোটাল। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্য়ের ক্রীড়া ও যুব বিষয়ক, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস।
লিগের সেরা ফুটবলার হয়ে সোনার বল পেলেন মোহনবাগানের অজি ফরোয়ার্ড দিমিত্রিওস পেত্রাতোস। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্য়ের ক্রীড়া ও যুব বিষয়ক, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস।
২১ ম্য়াচে ৯ ক্লিনশিটের সুবাদে সোনার দস্তানা পেলেন মুম্বইয়ের ফুর্বা লালচেনপা। দেশের প্রাক্তন তারকা গোলকিপার সুব্রত পাল তাঁর হাতে তুলে দিয়েছেন এই সম্মান।
লিগের উঠতি ফুটবলারে সম্মানিত হয়েছেন মুম্বইয়ের বছর বাইশের ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিংয়ের
জামশেদপুর এফসি পেয়েছে সেরা পিচের পুরস্কার
তূণমূল স্তরে সেরা হয়েছে এফসি গোয়া
যুব ফুটবলারদের নিয়ে কাজের স্বীকৃতি পেল বেঙ্গালুরু