`কোটি টাকার` সন্দেশ ২০২৩ পর্যন্ত থাকছেন কেরালাতেই
জাতীয় দলের সেন্ট্রাল ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে চুক্তি বাড়াল আইএসএল দল কেরালা ব্লাস্টার্স।
২০১৪ সালে প্রথম আইএসএল থেকেই কেরালা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন সন্দেশ।
২০১৪ সালে প্রথম বছরে আইএসএলে এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার পেয়েছিলেন ২০ বছরের সন্দেশ ঝিঙ্গান।
মাঝে বেশ কয়েকটি আইএসএল ফ্র্যাঞ্চাইজি থেকে মোটা টাকার অফার এলেও তিনি কেরালা ব্লাস্টার্স ছেড়ে যাননি।
২০২২-২৩ মরশুম পর্যন্ত কেরালা ব্লাস্টার্সেই থেকে যাচ্ছেন সন্দেশ। ফ্র্যাঞ্চাইজির তরফেই এমনটা জানানো হয়েছে।