দাউদকে ফের `আন্ডারগ্রাউন্ড` করে দিল পাকিস্তান, জানাল ভিত্তিহীন খবর

Sun, 23 Aug 2020-6:54 pm,

নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘন্টাও কাটল না ইউ-টার্ন নিল পাকিস্তান। তড়িঘড়ি মুম্বই বিস্ফোরণের প্রধান অভিযুক্ত দাউদের পাকিস্তানে উপস্থিতির খবর "ভিত্তিহীন" বলে উড়িয়ে দিল পাক বিদেশ মন্ত্রক।

রাষ্ট্রসঙ্ঘের জঙ্গি তালিকায় রয়েছে পাকিস্তানের ৮৮ জঙ্গির নাম। আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে পাক সরকার। গত ১৮ অগাস্ট জারি করা সেই তালিকায় নাম রয়েছে মুম্বই বিস্ফোরণের মূল মাথা দাউদ ইব্রাহিমেরও। ফলে পাকিস্তান কার্যত স্বীকারই করে নিয়েছিল, দাউদ রয়েছে পাকিস্তানেই।

 

কিন্তু ফের ভোল বদল পাক বিদেশ মন্ত্রকের। বিবৃতি দিয়ে পাক প্রশাসন জানিয়ে দিল ডি-কোম্পানি প্রধান দাউদের পাকিস্তানে থাকার কথা পাক প্রশাসন স্বীকার করে নিয়েছে এমন দাবি- "ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।" পাক বিদেশ মন্ত্রক এ-ও জানিয়েছে যে গত ১৮ অগস্ট যে তালিকা প্রকাশ করা হয়েছিল তার মধ্যে রাষ্ট্রসঙ্ঘ যাদের নিষিদ্ধ করেছে তাঁদের নাম রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। শেষ এক বছর আগে ২০১৯ সালে পাক বিদেশ মন্ত্রক এরকম একটি বিজ্ঞপ্তি জারি করেছিল।

 

এমনকী ভারতীয় সংবাদমাধ্যমকে খোঁচা দিয়ে সেই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কিছু সংবাদমাধ্যম বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তি দেখে দাবি করেছে তালিকাভুক্তরা পাক মাটিতেই রয়েছেন। যা বিভ্রান্তিসূচক এবং ভিত্তিহীন। দাউদ ছাড়াও সেই তালিকায় নাম ছিল ২৬/১১ হামলার মাথা জাকি-উর-রহমান লাকভি এবং জইশ প্রধান আজহারেরও।

প্রসঙ্গত ওসামা বিন লাদেনের পাক মাটিতে উপস্থিতির কথা কখনওই স্বীকার করেনি পাক প্রশাসন। কিন্তু মার্কিন অভিযানের পর পাকিস্তানেই খতম হয়েছিল লাদেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link