Israel Palestine Conflict: হামাসের বিরুদ্ধে `ব্রহ্মাস্ত্র` প্রয়োগ করতে চলেছে ইজরায়েল! কী সেই সাংঘাতিক অস্ত্র?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামাসের বিরুদ্ধে যুদ্ধে এবার নয়া কৌশল নিতে চলেছে ইজরায়েল। শোনা যাচ্ছে, হামাসের বিরুদ্ধে ইজরায়েল এবার 'ব্রহ্মাস্ত্র' প্রয়োগ করতে চলেছে।
কী সেই 'ব্রহ্মাস্ত্র' ইজরায়েলের? কী সেই সাংঘাতিক অস্ত্র ইজরায়েলের? যা দিয়ে ইজরায়েল এক নিমেষে ধ্বংস করে দিতে পারে হামাস গোষ্ঠীর সমস্ত গোপন সুড়ঙ্গ!
শোনা যাচ্ছে, যুদ্ধে ইজরায়েল এবার 'স্পঞ্জ বোমা'র ব্যবহার করতে পারে। ইতিমধ্যেই উত্তর গাজায় ইজরায়েলি সেনা হামাসের ১৫০টিরও বেশি আন্ডারগ্রাউন্ড ঘাঁটি ধ্বংস করেছে।
এবার হামাসের মাটির নীচে সুড়ঙ্গ, যুদ্ধ পরিচালনার ঘাঁটি ও বেসমেন্ট টার্গেট ইজরায়েলি সেনার। আর সেই কারণেই ইজরায়েল এবার সুড়ঙ্গের ভিতর প্রয়োগ করতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' স্পঞ্জ বম্ব!
কী এই স্পঞ্জ বম্ব? রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণ ঘটে স্পঞ্জ বম্বে। স্পঞ্জ বোমা ফেটে ফোমের একটা মোটা আস্তরণ তৈরি করে। যা কেটে বা ভেদ করে এগনো যায় না। এমনকি বোমা দিয়েও যা ধ্বংস করা যায় না।
স্পঞ্জ বোমার প্রয়োগে সুড়ঙ্গের মধ্যে বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে সুড়ঙ্গের মধ্যে আত্মগোপনকারীদের শ্বাসরোধ হয়েই মৃত্যু ঘটে।
প্রসঙ্গত, গত রাতে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমা নিক্ষেপ করেছে ইজরায়েলি সেনা। হামাসদের আকাশঘাঁটি ইসাম আবু রুকবেহকে তারা ধ্বংস করে দিয়েছে বলে দাবি ইজরায়েলের।