অবিশ্বাস্য ভারত, মহাকাশ থেকে ইসরোর তোলা কুম্ভের ছবিতে ধর্মের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন
বিজ্ঞান ও বিশ্বাসের সংঘাত দেখেছে পাশ্চাত্য। তার ফল ভোগ করতে হয়েছিল গ্যালিলিওকে। ২০১৩ সালে ড্যান ব্রাউনের উপন্যাস 'ইনফারনো'-তে গির্জা ও বিজ্ঞানের সংঘাত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু ভারতীয় সমাজে বিজ্ঞান ও বিশ্বাস সমান্তরালভাবে বয়ে চলে। কুম্ভমেলাতেও মেলবন্ধন ঘটল বিজ্ঞান ও ভারতীয় আধ্যাত্মিকতার।
কুম্ভমেলা ও তাঁর আশেপাশের ছবি মহাকাশ থেকে তুলল ইসরোর উপগ্রহ Cartosat-2।
ইসরোর ছবি মনে করিয়ে দিল, বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব চলছে ভারতের প্রয়াগরাজে।
প্রতি ৬ বছর অন্তর বসে অর্ধ কুম্ভ মেলা। আর ১২ বছর হয় কুম্ভ। চলতি বছর অর্ধ কুম্ভ। দেশ-বিদেশ থেকে শুধু সনাতনীরা নন, ভিড় জমান নানা জাতি ও ধর্মের মানুষ। জাত, ধর্ম ও বর্ণ ব্যতিরেকে ভ্রাতৃত্বের বার্তা দেয় কুম্ভ।
গঙ্গা, যমুনা ও সরস্বতীর (পৌরাণিক) সঙ্গমস্থলে ডুব দেন লক্ষাধিক পুণ্যার্থী। ৪৮ দিন ধরে চলবে অর্ধ কুম্ভ।
গঙ্গা স্নানের জন্য ৬টি শুভ দিন রয়েছে। মকর সংক্রান্তি (১৫ জানুয়ারি), পৌষ পূর্ণিমা (২১ জানুয়ারি), মৌনি অমাবস্যা (৪ ফেব্রুয়ারি), বসন্ত পঞ্চমী (১০ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৯ ফেব্রুয়ারি) ও মহাশিবরাত্রি (৪ মার্চ)।