চন্দ্রযান-২ থেকে তোলা চন্দ্রপৃষ্ঠের ছবি প্রকাশ করল ইসরো, দেখে নিন ..
আবারও চন্দ্রপৃষ্ঠের ছবি প্রকাশ করল ইসরো। গত সপ্তাহে ২২ অগস্ট চন্দ্রযান-২ এর তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ২১ অগস্ট চাঁদ থেকে প্রায় ২৬৫০ কিলোমিটার দূরে প্রদক্ষিণরত অবস্থায় ছবি তোলে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম। সেই ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল অ্যাপোলো গহ্বর। মেয়ার ওরিয়েন্টাল বেসিনও দেখা যাচ্ছিল সেই ছবিতে। এর পর ২৩ তারিখ চাঁদের আরও কিছু ছবি তোলে চন্দ্রযান-২। সোমবার সেই ছবিগুলিই প্রকাশ করল ইসরো।
ইসরো সূত্রে খবর, চন্দ্রযান-২-এর টেরেন ম্যাপিং ক্যামেরা-২ এর সাহায্যে চন্দ্রপৃষ্ঠের ছবিগুলি তোলা হয়েছে। প্রায় ৪,৩৭৫ কিলোমিটার দূর থেকে তোলা হয়েছে ছবিগুলি। গত শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট নাগাদ তোলা হয় ছবিগুলি।
চাঁদের উত্তর গোলার্ধের একাধিক গহ্বরের ছবি ধরা পড়েছে চন্দ্রযান-২ থেকে তোলা ছবিগুলিতে। সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে ৭১.৩ কিলোমিটার ব্যাসের জ্যাকসন গহ্বর। তাছাড়া মিত্রা ও মাচ গহ্বরও ধরা পড়েছে চন্দ্রযান-২ এর টেরেন ম্যাপিং ক্যামেরা-২ এ।
চন্দ্রযান-২-এর ক্যামেরায় ধরা পড়েছে সোমারফিল্ড ও কির্কউড গহ্বরও।
চাঁদের উত্তর মেরুর বিস্তীর্ণ পৃষ্ঠেরও ছবি তোলা হয়েছে চন্দ্রযান-২-এর ক্যামেরায়।