ISSF World Cup: নজির গড়ে সোনা জয় সৌরভের, সোনা জিতে টোকিও-র টিকিট পেলেন রাহি
মিউনিখে আয়োজিত শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন সৌরভ চৌধুরি।
এদিন নিজেই নিজের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন সৌরভ। সিনিয়রে তাঁর স্কোর ছিল ২৪৫। এদিন সৌরভ স্কোর করেন ১৪৬.৩।
২০২০ টোকিও অলিম্পিকের কোটা আগেই তুলে নিয়েছিলেন ভারতীয় শুটার সৌরভ চৌধুরি।
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোমবার সোনা জেতেন ভারতের রাহি সর্ণবত।
এদিন সোনা জেতায় অলিম্পিক কোটা তুলে নিলেন রাহি।