বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনে সেজেছে বীরসিংহ

Tue, 24 Sep 2019-12:59 pm,

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিনে সেজ উঠেছে তাঁর জন্মভিটে। একদিকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন উপলক্ষে সাজ সাজ রব পশ্চিম মেদিনীপুরের বিরসিংহ গ্রাম। 

আজ মঙ্গলবার সূচনা হবে জন্মবার্ষিকী অনুষ্ঠান কর্মসূচির, এক সপ্তাহ ব্যাপী চলব বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী পালন।

অন্যদিকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উদ্‌যাপনে যোগ দিতে আজ, মঙ্গলবার বীরসিংহ গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তিনি। 

শাসনিক সভার মূল মঞ্চ থেকে শুরু করে বিদ্যাসাগর স্মৃতি মন্দির সাজানো, রাস্তাঘাট প্রভৃতি সমস্ত ক্ষেত্রেই এখন সাজো সাজো রব।

পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন জেলা, মহাকুমা ও ব্লক স্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।

ইতিমধ্যেই সেজে উঠেছে তাঁর জন্মভিটে। ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। পাশাপাশি জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে এখানে। 

সবমিলিয়ে বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহের প্রস্তুতি এখন তুঙ্গে। 

 

 

১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর ও  ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন কলকাতা থেকে প্রায় ১২৪ কিমি দূরে বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এখানেই জন্মগ্রহণ করেন তিনি।

তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link