Weather Update: রমজানের শেষে ভিজতে পারে কলকাতা, স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৫ জেলায়
তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। বেলা বাড়তেই বাইরে বের হওয়া দায়। অধিকাংশ জেলায় তাপমাত্র চল্লিশের কাছাকাছি। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। শনিবার ভিজতে পারে কলকাতা।
এই প্রবল গরম, অস্বস্তি আরও চলবে দুদিন। ২২ এপ্রিল থেকে নামবে পারদ। কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ঘণ্টাখানেকের মধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির একটি বড় অংশে আজও বৃষ্টি হতে পারে। বাকী মালদহ ও দুই দিনাজপুরে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনি ও রবি। কলকাতার ক্ষেত্রে রবি, সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতায়। সেক্ষেত্রে উত্তর কলকাতায় বৃষ্টি হলে দক্ষিণে তা নাও হতে পারে।
রবি থেকে মঙ্গল গোটা কলকাতা দফায় দফায় ভিজবে। তবে তাতে কলকাতায় গরম কতটা কমবে বা অস্বস্তি কতটা কমবে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।