এপ্রিল ফুলেই দামি হচ্ছে একগুচ্ছ জিনিস, সস্তাও হবে বেশকিছু...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ এপ্রিল থেকে দাম বাড়ছে একগুচ্ছ জিনিসের। দাম বাড়ছে সিগারেট, সোনা ও প্লাটিনামের গয়না ও আমদানিকৃত দ্রব্যের।
সেইসঙ্গে চলতি বাজেটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন যে রান্নাঘরের চিমনির কাস্টমস ডিউটি সাড়ে ৭ শতাংশ থেকে বেড়ে হবে ১৫ শতাংশ। ফলে দামী হচ্ছে কিচেন চিমনি।
একইসঙ্গে স্থানীয়ভাবে নির্মাণে জোর দেওয়ার জন্য আমদানি শুল্ক বাড়ানোয় ১ এপ্রিল থেকে দামী হতে চলেছে ভিটামিন, গয়না, প্লাস্টিকের সামগ্রী, উচ্চমানের ইলেকট্রনিক সামগ্রী, হাই-গ্লস পেপার, ব্যক্তিগত জেট, হেলিকপ্টার, সিলভারের বাসন।
তবে এর পাশাপাশি, বেশকিছু সামগ্রী সস্তাও হচ্ছে। যার মধ্যে অন্যতম মোবাইল ফোন। সস্তা হচ্ছে মোবাইল ফোন। সস্তা হচ্ছে ক্যামেরার লেন্স, কৃত্রিমভাবে তৈরি হীরে, লিথিয়াম আয়ন ব্যাটারি, বাইসাইকেল, এলইডি টিভি, খেলনা, ইলেকট্রিক গাড়ি প্রভৃতি।
এর পাশাপাশি, এবারের বাজেটে জামাকাপড়, ফ্রোজেন মুসেল, ফ্রোজেন স্কুইড ও কোকোয়া বিনসের উপর থেকে কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
একইসঙ্গে শুল্ক কমছে মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, কাটা ও পালিশ করা হীরে, পেট্রোলিয়ামজাত পণ্য প্রভৃতির।