``রোনাল্ডোর গার্লফ্রেন্ড হওয়া সহজ কাজ নয়``
বিখ্যাত বয়ফ্রেন্ড তাঁর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গার্লফ্রেন্ড হওয়া যে কতটা চাপের, সেটাই জানালেন জর্জিনা রডরিগেজ।
প্রথম দর্শনেই প্রেম। তার পর সম্পর্ক গড়াতে থাকে। দ্য সান-কে দেওয়া এক সাক্ষাতকারে রোনাল্ডো ও তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কথাই তুলে ধরলেন জর্জিনা। বললেন অনেক গোপন কথাও।
জর্জিনা বলছিলেন, ''একটি জনপ্রিয় ব্র্যান্ডের ফ্যাশন শো-তে আমাদের প্রথম আলাপ হয়েছিল। আমরা প্রথম দেখাতেই দুজনের প্রেম পড়ে যাই। তার পর কাজের ফাঁকে আমাদের কথা হয়। এর পর আমরা দেখা করতে শুরু করি। সম্পর্ক এগোতে থাকে।''
জর্জিনা বলছিলেন, ''বিখ্যাত কারও সঙ্গী হওয়া সহজ কাজ নয়। রোনাল্ডোর গার্লফ্রেন্ড হওয়াটাও আমার কাছে সহজ কাজ নয়। যে কোনও চাপের সময় আমি ওকে যেভাবে সমর্থন জোগাই তা হয়তো এই বিশ্বে আর কেউ জোগাতে পারবে না। তা ছাড়া পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা থাকাটাো জরুরি। আর একে অপরকে ভালবাসার সম্মোহিত করাটাও গুরুত্বপূর্ণ।''
রোনাল্ডোর সঙ্গে দেখা হওয়ার এক বছর পর কন্যা সন্তান অ্যালেনাকে জন্ম দেন জর্জিনা। এর ৫ মাস পরই দুই যমজ সন্তান- এভা ও মাতেও আসে তাঁদের ঘর আলো করে। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে তুরিনের একটি আট বেডরুমের ম্যানশনে থাকেন রোনালদো-জর্জিনা। চার সন্তানকে সামলান জর্জিনা।