Itu Puja Rules 2024: রাত পোহালেই ইতুপুজো, কী খাবেন? কীভাবে ব্রত মানলে সংসারে আসবে শ্রীবৃদ্ধি? জেনেনিন...
বাঙালির বারোমাসে তেরো পার্বণ। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানেরই কিছু না কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। কোনও পূজানুষ্ঠানই ফেলনা নয়। রাত পোহালেই অগ্রহায়ণ মাসের রবিবার।
অনেকের ঘরেই পালিত হবে ইতুপুজোর ব্রত। ব্রতীরা এই নিয়ম পালন করলে সংসারে দুঃখ কষ্ট থাকে না।
অন্য দিকে, কৃষির সঙ্গে প্রজনন সমার্থক। লোকবিশ্বাস, সূর্যের আশীর্বাদে নারী সন্তানবতী হন। অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার পুজো করা হয় বলে একে সূর্যের পুজো বলা হয়। তবে সূর্য উপাসনা বলা হলেও ইতুকে মাতৃকাদেবী রূপেও গণ্য করা হয়। সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী জননী হতে পারবেন না, এই বিশ্বাসে সূর্যকে প্রসন্ন করার লক্ষ্যে এই ইতুপুজো।
অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দিতে হয়।
যারা ব্রতপালন করেন, তাঁরা এদিন আমিষ খাবার একদম গ্রহণ করবেন না। নিরামিষ আহার গ্রহণ করুন। সারাদিনে একবার অন্নগ্রহণ করতেই পারেন। তেল, হলুদ ছাড়া খাবার খাবেন। মুড়ি খেলে শুকনো মুড়ি খান কিছু দিয়ে মেখে না।
প্রতি রবিবারে মেয়েরা ইতুর ঘট এনে পুজো করেন। ইতু পুজোয় লাগে চাল-কলাইয়ের নৈবেদ্য। তবে ইতু সংক্রান্তির দিনে ইতুলক্ষ্মীর নৈবেদ্যে সাধারণত সরুচাকলির পদ থাকে। পুজোর ফুল বলতে সরষে ফুল লাগে। পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে বা কোনও জলাশয়ে বিসর্জন দেওয়ার রীতি।