সংঘের ছাত্রনেতা থেকে কীভাবে বিজেপি সভাপতি হয়ে উঠলেন নাড্ডা? জানুন

Mon, 20 Jan 2020-4:58 pm,

 টানা এক বছর দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি থাকার পর বিজেপির সভাপতি নির্বাচিত হলেন জগত্ প্রসাদ নাড্ডা।  সোমবার তাঁর নাম প্রস্তাব করার পর বিনা বাধাতেই নির্বাচিত হলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রকে যেমন অমিত শাহকে এনে নিজের কাজ অনেকটাই সহজ করেছেন মোদী। তেমনই দলের প্রধানের পদে পুরনো বন্ধু নাড্ডাকে এনে নিজের জায়গা আরও শক্ত করলেন প্রধানমন্ত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

কিন্তু কে এই জগত্ প্রসাদ নাড্ডা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম কার্যকালে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নাড্ডা। পরে ২০১৯ সালে ফের ক্ষমতায় এলে নাড্ডাকে বিজেপির কার্যকরী  সভাপতি করা হয়। কারণ দলের সভাপতির পদ ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আনা হয় অমিত শাহকে। এবিভিপির প্রাক্তন কর্মী নাড্ডা খবরে আসেন ১৯৯৩ সালে। এই বছরই তিনি হিমাচল প্রদেশ থেকে দলের বিধায়ক নির্বাচিত হন।

আদতে পাটনার মানুষ নাড্ডা সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্নাতক হন পাটনা বিশ্ববিদ্যালয় থেকে। পরে হিমাচল প্রদেশ চলে যান এলএলবি করার জন্য।  পাশ করে থেকে যান সেখানেই।

১৯৯৩, ১৯৯৮ ও ২০০৭ সালে তিনি হিমাচলপ্রদেশে বিজেপির বিধায়ক নির্বাচিত হন। পরে রাজ্যে বিজেপি সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হন নাড্ডা।

২০১০ সাল বড় ব্রেক পান নাড্ডা। নিতিন গডকড়ী তাঁকে দলের  সাধারণ সম্পাদক পদে নিয়ে আসেন। তার পর থেকে ধীরে ধীরে ক্ষমতার অন্দরে ঢুকে পড়েছেন নাড্ডা।  ২০১২ সালে তাঁকে রাজ্যসভায় নিয়ে আসে বিজেপি। ২০১৯ সালে তাঁকেই উত্তরপ্রদেশ নির্বাচনের দায়িত্ব দেয় দল। মূলত তাঁর নেতৃত্বেই বিরোধী জোটকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link