`বিশেষ মানুষের কাছ থেকে বিশেষ আদর`, জন্মদিনে অনুপমকে শুভেচ্ছা, স্নেহাশিস নাড্ডার
আজ জন্মদিন বিজেপি নেতা অনুপম হাজরার। ৩৮ বছরের তরুণ তুর্কী নেতা অনুপমকে জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। চলল মিষ্টিমুখের পালা।
জন্মদিনে নিজে হাতে ক্যাডবেরি খাইয়ে অনুজ বিজেপি নেতা অনুপম হাজরাকে মিষ্টিমুখ করালেন, শুভেচ্ছা জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
বার্থ-ডে বয়কে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দলের সর্বভারতীয় সভাপতির। ২ দিনের সফরে রাজ্যে এসেছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ একাধিক কর্মসূচি রয়েছে নাড্ডার। সেই কর্মসূচিতে নাড্ডার সঙ্গী অনুপম হাজরাও।
জন্মদিনে স্নেহের অনুপমকে ক্যাডবেরিতে মিষ্টিমুখ করান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। রাজনৈতিক মহলের মতে, এই ছবি যেন অনেকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড়ে অনুপমের উপর কতটা আস্থা রাখছে বিজেপি নেতৃত্ব।
নিজের জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের আবেগ ব্যক্ত করেছেন আপ্লুত বিজেপি নেতা। জন্মদিনে "বিশেষ ব্যক্তির কাছ থেকে বিশেষ আদর, সঙ্গে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক", এমনটাই লিখেছেন অনুপম হাজরা।