সৌরভ, পাণ্ডিয়া, পাঠানদের সাহায্য কাজে দিল, আইসিইউ থেকে ছাড়া পেলেন জেকব
২৮ ডিসেম্বর ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। লিভার ও ফুসফুসে মারাত্মক চোট পেয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জেকব মার্টিন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক হয়েছিল জেকবের। তাই প্রাক্তন সতীর্থের সাহায্যে এগিয়ে এসেছিলেন সৌরভ। তিনি ছাড়াও ক্রুনাল পাণ্ডিয়া, জাহির খান, আশিস নেহেরা,মুনাফ প্যাটেলের মতো তারকারও এগিয়ে এসেছিলেন জেকবের সাহায্যে।
টানা একমাস ভেন্টিলেশটর ও আইসিইউতে থাকার পর শেষমেশ ছাড়া পেলেন জেকব। সকলের সাহায্যে এখনও পর্যন্ত হাসপাতালে ১৫ লাখ টাকা জমা করা হয়েছে।
জেকবের স্ত্রী খ্যাতি জানিয়েছেন, আগের থেকে কিছুটা ভাল আছেন জেকব। খ্যাতি আরও জানিয়েছেন, বহু মানুষ এই দুঃসময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। যে যেমনভাবে পেরেছেন আর্থিক সাহায্য করেছেন।
জেকবকে আর্থিক সাহায্য করেছে বিসিসিআই।