খোলা পিঠ, গেরুয়া তোয়ালেতে কোনওমতে শরীর ঢাকলেন Jacqueline
খোলা পিঠ, কাপড়ের লেশমাত্র নেই, জড়ানো শুধু একটি গেরুয়া তোয়ালে। শুক্রবার স্নানঘরের Hot ছবি পোস্ট করে নেট দুনিয়ার উত্তাপ বাড়ালেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
জ্যাকলিন যখন ক্যামেরার দিকে লুক দিয়েছেন, তখন তাঁর চারপাশে ছড়ানো ছিটানো মেকআপের জিনিস সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ পড়ে থাকতে দেখা গিয়েছে।
একটি ছবিতে ওয়াইনের গ্লাস হাতে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। অভিনেত্রীর এই খোলামেলা ফটোশ্যুট নিয়ে নেটদুনিয়ায় চর্চা চলছে।
Hot ছবি পোস্ট করে জ্যাকলিনের বার্তা 'আপনি কুৎসিত নন, কুশ্রী যেটা সেটা সমাজ'।
প্রসঙ্গত, খুব শীঘ্রই অক্ষয় কুমারের সঙ্গে 'রাম সেতু' ছবিতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে।