Jagaddhatri Puja 2024: জেনে নিন জগদ্ধাত্রীপুজোর দিন-তিথি; কবে অষ্টমী, কবে দশমী এবার?
জগদ্ধাত্রী হলেন জগতের ধাত্রী, এই জগৎকে ধারণ করে আছেন যিনি। মন মত্তকরী, তাকে বশে আনতে হয়। তারপর রজোগুণকে অবলম্বন করে ক্রমশ সত্ত্বগুণের দিকে চলা-- এই হল জগদ্ধাত্রীমূর্তির ব্য়াখ্যা।
জেনে নিন এবার কবে কী পড়েছে। জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী তিথি এবার ৬ নভেম্বর, বুধবার। ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর, বৃহস্পতিবার।
এ বছর সপ্তমী পড়েছে ৮ নভেম্বর, শুক্রবার।
অষ্টমী তিথি ৯ নভেম্বর, শনিবার।
জগদ্ধাত্রী পুজোর নবমী পড়েছে পরদিন ১০ নভেম্বর, রবিবার। যেসব জায়গায় চারদিন না মেনে একদিনে পুজো করা হয় সেখানে রবিবার দিনটিকেই জগদ্ধাত্রীপুজোর দিন হিসেবে ধরা হবে।
আর দশমী তিথি পড়েছে, পররে দিন ১১ নভেম্বর, সোমবার। এদিন প্রতিমা নিরঞ্জন।