Jagatdhatri Pujo 2024: শাড়ি পরে ঘোমটা টেনে সিঁদুর মাথায় জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা-ই! কারণ...
বিধান সরকার: প্রতিমা বরণ করেন পুরুষরা। তাও আবার মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে। ২৩২ বছর ধরে প্রাচীন এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে।
কথিত আছে, একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াত গোরা সৈনিকের দল।
ফলে, ঘরের বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সবসময়। এইসব কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না। তাঁদের স্থান ছিল বাড়ির অন্দর মহলেই।
তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত।
পরিবারের পুরুষরা মহিলাবেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন। আজও অমলিন সেই প্রথা।
শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে মহিলাবেশে বরণ-ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে রাস্তা পাড়ি দেয় শোভাযাত্রা।
কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন।
পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আছে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি। তবে রীতিনীতিতে কোনও পরিবর্তন হয়নি।