জালিয়ানওয়ালাবাগের ঘটনা অত্যন্ত লজ্জাজনক, শহিদদের শ্রদ্ধা জানিয়ে মন্তব্য ব্রিটিশ রাষ্ট্রদূতের

Sat, 13 Apr 2019-11:36 am,

গত বুধবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমরা দুঃখিত। আর শনিবার দিল্লিতে ব্রিটেনের রাষ্ট্রদূত বললেন, জালিয়ানওলাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশ ভারতের ইতিহাসে এক লজ্জাজনক ঘটনা।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার সেখানে গিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ব্রিটিশ রাষ্ট্রদূত ডমিনিক অ্যাসকুইথ। ভিজিটরস বুকে তিনি লেখেন, জালিয়ানওয়ালাবাগে যা হয়েছিল তার অত্যন্ত লজ্জাজনক।

১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শহিদের প্রতি এদিন শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছর পালন করছে গোটা দেশ। ভারত ওইসব শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ওই ত্যাগ বিফলে যাবে না।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লেখেন, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা। এই ত্যাগ ভোলা যায় না।

এদিন জালিয়ানওয়ালাবাগে গিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link