Jalpaiguri Hospital Fire: জানলা দিয়ে ফেলা জ্বলন্ত বিড়ি-সিগারেট থেকেই অগ্নিকাণ্ড জলপাইগুড়ি হাসপাতালে! অল্পের জন্য রক্ষা...
প্রদ্যুৎ দাস: জানলা দিয়ে ফেলা জ্বলন্ত সিগারেট বা বিড়ির টুকরো থেকেই আগুন! অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় জানলার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর তারাই নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আগুন লাগার ঘটনায় MSVP ডাক্তার কল্যান খাঁ জানিয়েছেন, কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয়।
আর সেই জানালায় ঝুলছিল কাপড়ের টুকরো। তাঁর কথায়, সেই কাপড়ে তাতেই বিড়ি বা সিগারেটের জ্বলন্ত খন্ডটি আটকে যায়। তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেয়। তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।