EXPLAINED | James Anderson | IPL 2025 Auction: ২৫১৬ শিকার! কিংবদন্তির বেস প্রাইজ ১.২৫ কোটি, কেন প্রথমবার নিলামে ৪২ বছরের প্রাক্তন?
গত ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। ওই দিনই বিকেলের ভিতর ১০ দল তাদের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিয়েছে বিসিসিআই-কে। এবার পালা নতুন করে দল গোছানোর। যার মানে পকেট ও বাজেট বুঝে নিলামের বাজার থেকে নতুন খেলোয়াড় কেনার। এখন প্রশ্ন, আইপিএলে মেগা নিলাম কবে, কোথায়, কখন?
এই মুহূর্তে যা আপডেট, তাতে করে জানা যাচ্ছে, আইপিএল নিলাম হতে চলেছে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এই মুহূর্তে যা আপডেট, তাতে করে জানা যাচ্ছে, আইপিএল নিলাম হতে চলেছে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। তবে ভারতের মাটিতে নয়, মহাযজ্ঞ এবার সৌদি আরবের রাজধানী রিয়াধে। ১৫৭৪ জন খেলোয়াড় এবার নিলামে নাম তুলেছেন। যার মধ্য়ে একটি নামই চোখ কপালে তুলে দিয়েছে! তিনি সুপারস্টার নন, বাইশ গজের মেগাস্টার।
এই প্রথমবার আইপিএল নিলামে নাম তুলেছেন জেমস অ্যান্ডারসন। বিশ্ববন্দিত প্রাক্তন ইংরেজ কিংবদন্তির বেস প্রাইজ ১.২৫ কোটি। বয়স ৪২। স্ট্য়াটাস প্রাক্তন। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেটের সঙ্গেই অ্যান্ডারসনের রয়েছে ১৯৪ ম্য়াচে ২৬৯ ওডিআই উইকেট। ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে রয়েছে ১৮ উইকেট। এছাড়াও প্রথম শ্রেনি (১১২৬), লিস্ট এ (৩৫৮) ও টি-২০ (৪১) মিলিয়ে তাঁর মোট ২৫১৬ শিকার!
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর, অ্যান্ডারসন ইংল্যান্ড টেস্ট দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন, তাদের ফাস্ট বোলিং পরামর্শদাতা হিসাবে ছিলেন। হেড কোচ ও প্রাক্তন সতীর্থ ব্রেন্ডন ম্য়াকালামের সঙ্গে তাদের গ্রীষ্মকালীন হোম সিরিজ এবং পাকিস্তান সফরে কাজ করেছেন। বোঝাই যাচ্ছে যে, অ্য়ান্ডারসনের বায়োডেটা ঠিক কতটা শক্তিশালী।
বিবিসি রেডিয়োর পডকাস্টে ব্রিটিশ নক্ষত্র বলেছেন, 'অবশ্যই আমার মধ্যে এখনও কিছু আছে। আমি মনে করি যে, এখনও খেলতে পারি। আমি কখনও আইপিএল খেলিনি। সেই অভিজ্ঞতা আমার পাওয়া হয়নি। এখনও মনে হয় যে, খেলোয়াড় হিসাবে আমার আরও কিছু দেওয়ার আছে।'