বারাণসীতে নিজের জন্মদিন এভাবেই সেলিব্রেট করছেন শ্রীদেবী কন্যা
৬ মার্চ নিজের ২২ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন জাহ্নবী কাপুর।
২২এর জন্মদিন সেলিব্রেট করতে বারণসী ও কাশী ভ্রমণে গিয়েছেন জাহ্নবী কাপুর। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
বারণসীর তাজ হোটেলে রয়েছেন জাহ্নবী, খুশি ও বনি কাপুর। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
বারাণসীর তাজ হোটেলে কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন জাহ্নবীর। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
বারাণসীর ঘাটে বাবা ও বোনের সঙ্গে জাহ্নবী। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
দিদিকে কেক খাইয়ে দিচ্ছেন খুশি। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন জাহ্নবীর। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
মেয়েকে কেক খাইয়ে দিচ্ছেন বনি কাপুর। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
সেলিব্রেশনের মুহূর্তে উপস্থিত অন্যান্যরা। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
মেয়ে জাহ্নবীরে আদর বনি কাপুরের। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
বাবাকে কেক খাইয়ে দিচ্ছেন জাহ্নবী। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
গঙ্গার ঘাটে জাহ্নবী কাপুর। (ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)
জানা যাচ্ছে এবছর জন্মদিনে তিরুপতির মন্দিরে যেতে চেয়েছিলেন জাহ্নবী। তবে সেটা কোনও কারণে সম্ভব না হওয়ায় বারাণসী ও কাশি বিশ্বনাথের মন্দিরে গিয়েছেন জাহ্নবী কাপুর। শ্রীদেবও তাঁর প্রত্যেক জন্মদিনে কোনও না কোনও মন্দিরে যেতেন।
বন্ধু জাহ্নবী কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান।
ছেলেবেলার ছবি পোস্ট করে জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর।