বারাণসীতে জাহ্নবী, গঙ্গা আরতির পর উঠে পড়লেন নৌকায়
বলিউডের নবাগতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। ধড়ক দিয়ে বলিউডে পা রাখার পর একের পর এক সিনেমা নিজের ব্যাগে ভরে নিয়েছেন শ্রীদেবী-কন্যা
দোস্তানা টু, গুঞ্জন সাক্সেনা, তখত-এর মতো একের পর এক সিনেমা রয়েছে জাহ্নবীর ঝুলিতে
বর্তমানে গুঞ্জন সাক্সেনার শ্যুটিং শুরু করে দিয়েছেন জাহ্নবী
গুঞ্জন সাক্সেনার পর কার্তিক আরিয়ানের সঙ্গে দোস্তানা টু-এর শ্যুটিং ফ্লোরেও যেতে শুরু করেছেন শ্রীদেবী-কন্যা
শ্যুটিংয়ের মধ্যে থেকে সময় বের করে এবার বারাণসীতে পৌঁচে গেলেন জাহ্নবী
বারাণসীতে হাজির হয়ে গঙ্গা আরতি সারেন জাহ্নবী কাপুর, এরপর বন্ধুদের সঙ্গে নিয়ে নৌকীয় চড়ে বসেন