মায়ের স্মরণসভা শেষে মুম্বই ফিরল প্রয়াত শ্রীদেবীর দুই কন্যা
শ্রীদেবীর হোমটাউন চেন্নাইতে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে ছুটে গিয়েছিলেন তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি।
রবিবার আয়োজন করা হয়েছিল সেই স্মরণসভার। সোমবার ফের মুম্বইয়ে ফিরল জাহ্নবী ও খুশি।
সোমবার মুম্বই ফেরার পথে বিমানবন্দরে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন শ্রীদেবীর দুই মেয়ে।
জাহ্নবী ও খুশিকে দেখেই বোঝা যাচ্ছে তাঁরা এখনও মুষড়ে রয়েছে।
ফেরার পথে এদিন বোন খুশির হাত শক্ত করে ধরে থাকতে দেখা গেল জাহ্নবীকে। তাঁর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি সে।
এদিন বিমানবন্দরে অবশ্য জাহ্নবী ও খুশির সঙ্গে বনি কাপুর বা কাপুর পরিবারের অন্যান্য কোনও সদস্যকে দেখা গেল না।