Janhvi Kapoor`s Vintage Photoshoot: ভিন্টেজ লুকে মনোক্রমের খেলা! শাড়িতে মোহময়ী জাহ্নবী, নেটপাড়া বলছে উফফফ...

Subhapam Saha Fri, 10 Mar 2023-3:51 pm,
 Janhvi Kapoors Vintage Photoshoot

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাহ্নবী কাপুর তাঁর ইনস্টাগ্রামে একের পর এক মনোক্রোম ছবি পোস্ট করেছেন। ভিন্টেজ ফটোশুটে জাহ্নবী শাড়ি ও স্যান্স ব্লাউজে নিজেকে মেলে ধরেছেন। তাঁর ডিভা অবতার দেখে নেটিজেনরা থ হয়ে গিয়েছেন। এই ফটোশুটে শ্রীদেবিকন্যাকে দেখে অনেকেরই স্মিতা পাতিলের কথা মনে পড়ে গিয়েছে।

  Who is Janhvi Kapoor Dating?

জাহ্নবী কাপুর ফের ডেট করছেন তাঁর প্রাক্তন বিএফ শিখর পাহাড়িয়ার সঙ্গে।

 

Janhvi Kapoors Vintage Pics

জাহ্নবী যেভাবে শাড়ি ও ব্লাউজ জড়িয়েছেন শরীরে, তা দেখে নেটিজেনরা বলছেন উফফফ!

 

জাহ্নবী কাপুরের এই লুকস দেখে অনেকেই তাঁর মধ্যে খুঁজে পেলেন স্মিতা পাতিলকে।  

 

জাহ্নবী কাপুরকে 'বাওয়াল'-এ দেখা যাবে বরুণ ধাওয়ানের সঙ্গে। 'মিস্টার অ্যান্ড মিসেস ধোনি' আসছে রাজকুমার রাওয়ের সঙ্গে।

 

 

জাহ্নবী কাপুরকে শেষবার দেখা গিয়েছে 'গুড লাক জেরি'-তে। তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে সর্বত্র।

 

জাহ্নবী কাপুর কার্যত সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link