Janhvi Kapoor : জাহ্নবীর সেলফি সিরিজ, সপ্তাহজুড়ে ফোনবন্দি `শ্রী` কন্যা
টক-ঝাল-মিষ্টির মিশ্রণ, সারা সপ্তাহ কীভাবে কেটেছে সেলফিতে বোঝালেন জাহ্নবী কাপুর। গোটা সপ্তাহ জুড়ে নানান মুডকে ফোনবন্দি করেছেন জাহ্নবী কাপুর। সেই সেলফি সিরিজই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জাহ্নবী।
টেবিলের উপর থরে থরে সাজানো মেকআপ কিট, হেয়ার ড্রেসার চুল সেট করতে ব্যস্ত, শ্যুটিংয়ের আগে সেলফিতে মজে জাহ্নবী।
চোখ ছলছল, জলভর্তি নয়নে একেমন সেলফি তুলেছেন জাহ্নবী কাপুর!
মাথার উপর উন্মুক্ত নীল আকাশ, পাশে লেবু গাছ প্রকৃতির কোলে বসে আনমনে সেলফি তুলেছেন জাহ্নবী কাপুর।
মেরুন রঙের হল্টারনেক রাফল গাউনে বাড়ির ওয়ারড্রবের আয়নার সামনে জাহ্নবীর সেলফি।
হাতে আধখাওয়া আইসক্রিম সেলফি তুলেছেন জাহ্নবী কাপুর। নজর কাড়ছে 'শ্রী' কন্যার চাওনি।
মেকআপ রুমে বসে সেলফি তুলেছেন জাহ্নবী কাপুর। হেয়ার ড্রেসার তখন জাহ্নবীর চুল ঠিক করছিলেন। জাহ্নবীর লুক সেট করছিলেন মেকআপ শিল্পী।
মেকআপে নো মেকআপ লুকে জাহ্নবী কাপুর। তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন ওরহান অত্রামনি। কমেন্টে তিনি লভ আই ইমোজি দিয়েছেন। শোনা যায় অরহানের সঙ্গেই নাকি প্রেম করছেন জাহ্নবী।