Janhvi Kapoor : সেজেগুজে বোল্ড লুকে ই-রিক্সায় সওয়ার জাহ্নবী
সম্প্রতি, কমলা রঙের গর্জাস লেহঙ্গা-চোলি পরে ই-রিক্সা চড়তে দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকে। জাহ্নবীর গ্ল্যামারে মুগ্ধ অনুরাগীরা।
ই-রিক্সাতেই লেহেঙ্গা-চোলি পরে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন জাহ্নবী কাপুর। তাঁর চোলির গলা এতটাই বড় যে ক্য়ামেরাতে স্পষ্ট ধরা পড়েছে বক্ষ বিভাজিকা।
ই-রিক্সাতে জাহ্নবী কাপুরকে তাঁর এক বান্ধবীর সঙ্গে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে জাহ্নবী লিখেছেন, 'আমি মনে করি এখন সময় এসেছে আমার অলটার ইগোর নাম দেওয়া, কারণ বাস্তবে আমি একেবারেই আলাদা। কোনও পরামর্শ আছে?'
তবে শুধু ই-রিক্সায় চড়ার ছবি নয়, ক্যামেরার পিছনে মেকআপ করতেও দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত 'মিলি' ছবিটি, যেখানে শ্রীদেবী কন্যার অভিনয় প্রশংসিত হয়েছে।