`শ্রী`এর স্মরণ সভায় যোগ দিতে চেন্নাই পৌঁছেছেন জাহ্নবী ও খুশি
চেন্নাইয়ে শ্রীদেবীর উদ্দেশ্য রবিবার (১১ মার্চ) স্মরণসভার আয়োজন করেছেন বনি কাপুর। স্মরণসভার এই ছবিটিই টুইটারে পোস্ট করেছেন বিখ্যাত ফিল্ম সমালোচক রমেশ বালা।
শনিবার সন্ধেয় চেন্নাইয়ে মায়ের স্মরণসভায় যোগ দিতে উড়ে যান শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর।
চেন্নাই উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন খুশি ও জাহ্নবী।
চেন্নাইয়ের স্মরণসভার যোগ দিয়েছেন শ্রীদেবীর ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধু-বান্ধব।
চেন্নাইয়ের স্মরণ সভায় যোগ দিয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তিত্ব।
জানা গিয়েছে দক্ষিণী তারকা অজিত কুমার ও শালিনী চেন্নাইয়ে শ্রীদেবীর স্মরণসভায় যোগ দিয়েছেন।
কিছুদিন আগেই রামেশ্বরামের সমুদ্রে শ্রীদেবীর চিতাভস্ম ভাসিয়ে এসেছেন বনি কাপুর ও তাঁর দুই মেয়ে ও কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা।
রামেশ্বরামে কাপুর পরিবারের সঙ্গে গিয়েছিলেন বিখ্যাত ফ্যাশান ডিজাইনার তথা শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু মণিশ মালহোত্রাও।
তবে শ্রীদেবীর চেন্নাইয়ের স্মরণসভায় তাঁর বোন শ্রীলথা উপস্থিত রয়েছেন কিনা, তা জানা যায়নি।
সম্প্রতি বনি কাপুরের বিরুদ্ধে অভিনেত্রীর বোনকে শ্রীদেবীর চেন্নাইয়ের বাংলো লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর মুখ বন্ধ করার অভিযোগ উঠেছে।